রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

চারঘাটে চোখ ও হাত-পা বেধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৮

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১০:২৭

প্রতীকি ছবি

রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে চোখ ও হাত বেধে শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার অনুপমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

নিহত নারীর নাম রেহেনা বেগম (৫২)। তার স্বামীর নাম বেলাল হোসেন (৭৩)। পুলিশ তাকে আটক করেছে। বেলাল আগে পেশাদার ডাকাত ছিলেন। বর্তমানে ভ্যান চালক। ডাকাতি এবং হত্যা মামলাও আছে তার নামে।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু জানান, বাড়িতে শুধু বেলাল এবং তার স্ত্রী রেহেনা ছিলেন। সকালে ওই বাড়িতে হাত ও মুখ বাধা লাশ থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি জানান, বেলাল এখন ভ্যান চালান। তবে প্রায় ২০ বছর আগে তিনি পেশাদার ডাকাত ছিলেন। ডাকাতি করতে গিয়ে তার দুই ছেলে মারাও গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top