রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে চারঘাট-বাঘায় ২৬ হাজার মাস্ক বিতরণ


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষ থেকে ২৬ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১-সেপ্টেম্বর) তাঁর নির্বাচনী দুই উপজেলা রাজশাহীর বাঘা ও চারঘাটে এই মাস্ক বিতারণ করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক (এপিএস) সিরাজুল ইসলাম বলেন, করোনা সংকট নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনার বিষয়ে জনগণকে সচেতন থাকতে ইতোপুর্বেও চারঘাট-বাঘা স্বাস্থ্য কমপ্লেক্রে বিভিন্ন উপকরণসহ সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতারণ করা হয়। সর্বশেষ মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী নিজেস্ব অর্থায়নে আবারও দুই উপজেলায় ২৬ হাজার মাস্ক বিতারণ করা হয়।

এদিকে সরকারি নির্দেশনা মেনে জনগণকে করোনামুক্ত রাখতে সকলের সহযোগিতার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই উপজেলার ১৩ জন ইউপি চেয়ারম্যান, তিন পৌর মেয়র ও রাজনৈতিক নৈতৃবৃন্দ-সহ সাধারণ জনগণ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top