নগরীতে মাস্ক বিতরণ করলেন ছাত্রলীগ সভাপতি সিয়াম

রাজশাহী নগরীতে অসহায়-দু:স্থদের মাঝে মাস্ক বিতরণ করেছেন রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। শনিবার দুপুরে নগরীর ২৯ নং ওয়ার্ডে ডাঁশমারী সবজি বাজার সংলগ্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসচেতনতা লক্ষ্যে অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
এর আগে, দেশে চলমান করোনা পরিস্থিতিতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় অসহায়-দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিয়াম। এছাড়া রাতের আধাঁরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে অসহায়দের মাঝে সেহরি বিতরণ করেন তিনি।
মাস্ক বিতরণকালে ছাত্রলীগ সভাপতি সিয়াম বলেন, করোনার এই মহামারীতে শুরু থেকেই অসহায়দের ত্রাণ এবং অর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে রাজশাহী কলেজ ছাত্রলীগ। কলেজ ক্যাম্পাসের গঠনমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডসহ যেকোন দূর্যোগ মোকাবেলায় তৎপর থাকবে ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, মহানগর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সহ- সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য আব্দুল লতিফ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ জুয়েল, যুগ্ন সম্পাদক ফরহাদ হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নূর হাসান রিংকু, ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সহ সম্পাদক আমিনুল বারি শোভন, সদস্য তরুন হাসান, ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সুমন, ২৮ নং ওয়াডর্ পশ্চিম শাখার ছাত্রলীগ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু শেখ, ছাত্রলীগ নেতা জাকির, বাপ্পি, পলাশ, রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরপি / এমবি-১২
বিষয়: নগরীতে মাস্ক বিতরণ করলেন ছাত্রলীগ সভাপতি সিয়াম রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম রাজশাহী কলেজ ছাত্রলীগ
আপনার মূল্যবান মতামত দিন: