রাজশাহী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

পাচার এবং অনিরাপদ অভিবাসনের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৪

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০০:৫১

আইন ও বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন ও শিশুবান্ধব সেবা প্রদান বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীতে আইন ও বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন ও শিশুবান্ধব সেবা প্রদান বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর হোটেল ওয়ারিশনে জাস্টিস অ্যান্ড কেয়ার এর আয়োজন করে।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোজাম্মেল হক, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, জাস্টিজ অ্যান্ড কেয়ারের সমন্বয়কারি হাসিবুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার ড. হামিদুল হক, চারঘাটের সমাজসেবা অফিসার মফিজুর রহমান এবং বাগমারা সমাজসেবা অফিসার আব্দুল মমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব পাচার এবং অনিরাপদ অভিবাসনের বিরুদ্ধে সবাইকে এক যোগে কাজ করতে হবে। মানব পাচারের পাশাপাশি অনিরাপদ অভিবাসন একটি বড় সমস্যা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশী নারীরা যান। যারা যৌন নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন। ইন্দেনেশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ নারী কর্মীদের ওই দেশগুলোতে যাওয়ার ব্যপারে বিধি-নিষেধ আরোপ করেছে। আমাদেরও এ বিষয়ে ভাবতে হবে।

কর্মশালায় মানব পাচার, অনিরাপদ অভিবাসন, শিশু অধিকার ও সুরক্ষা, মানবপাচার আইন বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়।

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top