পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন ডা. বুলবুল হাসান

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হলেন রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান।
আজ (১৩ আগস্ট) বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এসব জানা যায়।
রামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ বুলবুল হাসানকে পাবনা মেডিকেল কলেজের অধ্যাক্ষ করা হলে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ,সার্জারি ডাঃ মোঃ হাবিবুল্লাহ সরকারকে রামেকের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
এছাড়াও শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যাপক প্যাথলজি বিভাগের ডাঃ মোঃ ফয়জুল বাশারকে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ গোলাম রহমানকে অধ্যাপক এনাটমি শের-ই-বাংলা মেডিকেল কলেজ পদে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হল।
উল্যেখ, অধ্যাপক ডা. বুলবুল হাসান ২০১৮ সালের ১৩ মে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে যোগদান করেন।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: