রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে একদিনে আরো ৭৪ জন শনাক্ত, আক্রান্ত বেড়ে ৩৭৬২


প্রকাশিত:
১২ আগস্ট ২০২০ ১৪:০৫

আপডেট:
১ মে ২০২৪ ১৫:৪৪

ছবি: সংগৃহিত

রাজশাহীতে একদিনে আরো ৭৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৬২ জন।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে এ দিন ৪৬ জনের করোনা শনাক্ত হয়। এদের একজন নাটোরের হলেও বাকি ৪৫ জন আছেন রাজশাহীতে। আর রামেক হাসপাতালে শনাক্ত হয়েছেন ২৯ জন, যারা প্রত্যেকেই আছেন রাজশাহীতে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা পজিটিভ ২৯ জনের মধ্যে ১১ জন রামেক হাসপাতালের রোগী, দুইজন হাসপাতালের কর্মী এবং সাতজন পুলিশের সদস্য।

এছাড়া রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের দুইজন, নগরীর বিভিন্ন এলাকার চারজন এবং জেলার পবা উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীর ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর নাটোরের তিনটি নমুনা পরীক্ষা করে একটিতে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

রাজশাহীর ৪৫ জনের মধ্যে ১২ জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার ১৮ জন, জেলার গোদাগাড়ী উপজেলার একজন, পুঠিয়ার তিনজন, বাগমারার নয়জন এবং পবার দুইজনের করোনা শনাক্ত হয়েছে। নাটোরের আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলায়।

দুই ল্যাবে রাজশাহীর নতুন ৭৪ শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ৭৬২ জন। এর মধ্যে ১ হাজার ৮৯১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩০ জন। নাটোরে আক্রান্তের সংখ্যা এখন ৬২৮ জন। সুস্থ হয়েছেন ২৭৬ জন এবং এ জেলায় মারা গেছেন দুইজন।

 

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top