রাজশাহীতে মা নিখোঁজ, কাঁদছে দুই শিশু
-2020-08-11-11-58-11.jpg)
রাজশাহীর দূর্গাপুরে রিমা বেগম নামে দুই সন্তানের (৩৫) এক জননী নিখোঁজ হয়েছেন। মা’কে হারিয়ে কাঁদছে দুই শিশুসন্তান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৭ টার দিকে স্বামীর ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। এরপর থেকে খোঁজাখোঁজি করে পাওয়া যাচ্ছে না তাকে।
রিমা বেগম উপজেলার কিসমত মাড়িয়া গ্রামের রেজাউল করিম মন্টুর স্ত্রী। এ ঘটনায় দূর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, রিমা বেগমের রিয়াদ হোসেন (১৫) ও রিশাত (৭) নামে দুই পুত্রসন্তান রয়েছে। রিয়াদ নবম শ্রেনীতে ও রিশাত প্রথম শ্রেণীতে পড়ে।
রিমা বেগমের স্বামী রেজাউল করিম রাজশাহী পোস্টকে জানান, বুধবার (৫ আগস্ট) রাতে ছোট একটি বিষয় নিয়ে কিছুটা মনোমালিন্য হয়। এরপর বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। কোনো স্বজনের বাড়িতেও যাননি। ৫ দিন থেকে দুই শিশু সন্তান মা’কে দেখতে না পেয়ে কেঁদে কেঁদে পাগলপারা হয়ে গেছে। মেয়ের সন্ধান না পেয়ে তার শ্বশুর শাশুড়ী খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন।
কেউ রিমা বেগমের সন্ধান পেলে ০১৭২২-৬৮৬১১৮ এই নম্বরে বা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন রেজাউল করিম।
আরপি/আআ-০২
আপনার মূল্যবান মতামত দিন: