রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশিত:
১১ আগস্ট ২০২০ ১৬:২৭

আপডেট:
১১ আগস্ট ২০২০ ১৬:৩০

মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন (৭৮) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের বটতলি এলাকার কুছড়া গ্রামের নিজ বাসভবনের সামনে গোদাগাড়ী মডেল থানার পুলিশের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী,গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস প্রমুখ।এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

বীর বিক্রম আব্দুল খালেক কুছড়া গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে। গত সোমবার দিবাগত রাত ২ দিকে চিকিৎসারত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীর এই শ্রেষ্ঠ সন্তান।

মৃত্যুকালে তিনি স্ত্রী,১পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হাতে ৪ হাজার টাকা তুলে দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

আরপি / এমবি-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top