রাজশাহী রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে ফ্রিজ বিক্রি তুঙ্গে


প্রকাশিত:
১ আগস্ট ২০২০ ০২:১৭

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ২৩:৩৮

রাজশাহীতে ফ্রিজ বিক্রি

প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ সামনে রেখে রাজশাহীতে ফ্রিজ বিক্রি জমেছে। করোনা পরিস্থিতির মধ্যেও  ঈদ উপলক্ষে রেকর্ড সংখ্যক ফ্রিজ বিক্রি হয়েছে।

বিভিন্ন কোম্পানি নানা ধরনের লোভনীয় অফার ঘোষণা করায় ফ্রিজ বিক্রিতে যোগ হয়েছে নতুনমাত্রা। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিভিন্ন কোম্পানির শো-রুমসহ দোকানে ভিড় করছেন ক্রেতারা।

এবারও ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানির নতুন নতুন মডেলের ফ্রিজ বাজারে এসেছে। এর মধ্যে ওয়ালটনসহ কয়েকটি কোম্পানি ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারও দিচ্ছে ক্রেতাদের।

নগরীর আলুপট্টি এলাকার ওয়ালটন শোরুমে এসিস্টেন্ট নির্বাহী কর্মকর্তা মাহফুজা রহমান বলেন, কোরবানির মাংস সংরক্ষণের কথা চিন্তা করে অনেকেই ঘরে ফ্রিজ কিনছেন। কোরবানির ঈদে ফ্রিজ বিক্রি হার বেড়ে যায়। তবে গত বছরের চেয়ে তুলনামূলক কম। গত কয়েকদিনের তুলনায় বেড়েছে ফ্রিজ বিক্রি। প্রতিদিন গড়ে ১৭ থেকে ২০টি করে ফ্রিজ বিক্রি হচ্ছে।

ফ্রিজ কিনতে আসা সেলিম হোসেন বলেন, ‘বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরও হই না। তবু ছোট পরিসরে হলেও কোরবানি তো করতে হবে। ফ্রিজ একটা আছে, পরিবারের সবাই ব্যবহার করে। আর একটা ফ্রিজসহ বেশি প্রয়োজন তাই কিনতে আসলাম।’

রাজশাহীতে ওয়ালটনের ম্যানেজার আলতাফ উদ-দৌলা জানান, ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন অসংখ্য ক্রেতা।

 

আরপি/আআ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top