রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২

বাঘায় প্রধানমন্ত্রী-ধর্ম মন্ত্রনালয়-পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ০৭:০০

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:২৪

প্রধানমন্ত্রী-ধর্ম মন্ত্রনালয়-পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপির ঐচ্ছিক তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মোট ৭ লক্ষ ৬১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে দুই লক্ষ ৩০ হাজার টাকার চেক ৪ জনের মাঝে চিকিৎসা বাবদ দেয়া হয়। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের তহবিল থেকে দুই লক্ষ ৫ হাজার টাকার চেক ৬টি মসজিদ, কবরস্থান, স্বস্নানঘাট, মন্দ্রিরে প্রধানদের হাতে দেয়া হয়। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে দুই লক্ষ ২৬ হাজার টাকার চেক ৫৪ জন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামাল হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা প্রমূখ। 

আরপি/ এএন-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top