রাজশাহী শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২

মোহনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা


প্রকাশিত:
২৯ জুলাই ২০২০ ০৩:৩৪

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ১০:৫৪

 আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাজশাহীর মোহনপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম, মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, চেয়ারম্যানগণসহ মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেলসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে চলমান করোনা পরিস্থিতি ও কোচিং সেন্টার নিয়ে আলোচনা উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।

 

আরপি/আআ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top