বিসিজেএফ’র সভাপতি সাইফুল করোনায় আক্রান্ত

বাংলাদেশ সিটিজেন জার্নালিস্ট ফোরামের (বিসিজেএফ) সভাপতি সাইফুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
সাইফুল ইসলাম রাজশাহী পোস্টকে জানান, জ্বর-গলা ব্যথাসহ প্রায় সবধরণের উপসর্গ থাকায় ২৩ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এরপর রবিবার তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে বিসিজেএফ, স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের (ডিবিওয়াইও) নের্তৃবৃন্দসহ আরও বিভিন্নজন সাইফুল ইসলামের সুস্থতা কামনা করেছেন।
আরপি/আআ-০২
আপনার মূল্যবান মতামত দিন: