রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

নদীতে ভেসে যাওয়া তিন শিশুর জীবন বাঁচালেন কনস্টেবল


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ০৭:২৩

আপডেট:
২২ জুলাই ২০২০ ০৭:২৮

ছবি: সংগৃহিত

রাজশাহীর দুর্গাপুরে হোজা নদীতে প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলো তিন শিশু। বাঁচার আকুতি জানাচ্ছিলো বার বার। তীরে ঠাঁয় দাঁড়িয়ে এ-ই দৃশ্য দেখছিলেন শত মানুষ। কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেননি জেলা পুলিশের কনস্টেবল মো. আতিক।

ভেসে যাওয়া শিশুদের বাঁচাতে ভরা নদিতে ঝাঁপ দেন আতিক। জীবন বাজি রেখে তুলে আনেন শিশুদের।মঙ্গলববার সকাল ১০ টার দিকে দুর্গাপুর থানা সংলগ্ন মন্দিরের পেছনের হোজা নদীতে এই ঘটনা ঘটে।

কনস্টেবল আতিক দুর্গাপুর থানা পুলিশের ড্রাইভার হিসেবে কর্মরত। ডুবতে বসা ওই তিন শিশু হলো-দুর্গাপুরের স্থানীয় ইয়ানুস আলীর ছেলে রুবেল (১০), কলেজ শিক্ষক আয়নালের ছেলে স্বচ্ছ (১০) ও দুর্গাপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জাকির হোসেনের ছেলে মাহাদী (১১)।

জেলা পুলিশের মুখপত্র ইফতেখায়ের আলম এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, সকাল দশটার দিকে দুর্গাপুর থানা সংলগ্ন মন্দিরের পেছনে খেলা করছিলো ওই তিন শিশু। খেলার ছলে ওই তিন শিশু মন্দিরের পেছন দিয়ে বয়ে যাওয়া হোজা নদীতে পা ভেজাতে যায় তারা।

গত কয়েকদিনের উপর্যুপরি বৃষ্টির কারনে ঝুলন্ত ব্রিজের উপর দিয়েই পানির স্রোত প্রবল বেগে বয়ে যাচ্ছিলো।ওই তিন শিশু পানিতে নেমে নদীর মাঝামাঝি ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যেতেই প্রবল স্রোতে ভেসে যায়।

ওই সময় বাঁচার জন্য চিৎকার করতে থাকে। অনেকেই দাঁড়িয়ে এ-ই দৃশ্য দেখলেও কেউ শিশুদের উদ্ধারপ এগিয়ে যাননি। কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেননি পুলিশ কনস্টেবল আতিক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তৎক্ষণাৎ নদীতে নেমে স্রোতে ভেসে যাওয়া তিন শিশুকে টেনে তুলেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির প্রতি অর্পিত দায়িত্ববোধ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ভুমিকা রাখছে জেলা পুলিশ। পাশাপাশি মানবিক কাজে সবসময় সাধারন জনগনের পাশে রয়েছে সবসময়।

 

 

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top