চারঘাটে
বড়াল নদী থেকে চারটি গলিত মরদেহ উদ্ধার

রাজশাহীর চারঘাটে বড়াল নদী থেকে চারটি গলিত মরদেহ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে চারঘাটের স্লইসগেট এলাকায় মরদেহগুলো প্রথমে স্থানীয়রা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার কাজ করছে। তবে লাশগুলোর বিষয়ে এখনো বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
মরদেহগুলো উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করছে পুলিশ। উজানের জেলা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে এবিষয়ে খবর দেয়া হয়েছে। তাদের জেলার কোনো ব্যক্তি নিখোঁজ আছে কি না তা খতিয়ে দেখছে তারা বলে জানায় জেলা পুলিশি।
বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্লুইসগেট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সেখানে দেখা যায়, তিনটি গলিত মরদেহ ভাসছে। মরদেহগুলো কচুরিপানায় ঢেকে আছে। আরেকটি মরদেহ স্লুইসগেটের ভেতরে আটকে আছে। মরদেহগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ। মরদেহগুলো নারী নাকি পুরুষ এখনো কিছুই বলা যাচ্ছে না। তবে দুটি পুরুষ, দুটি নারী বলে ধারণা করা হচ্ছে। পঁচে যাওয়ায় ঠিকমতো চেনা যাচ্ছে না। উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।
এবিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মরদেহগুলো উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও উজানের জেলা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের জেলার কোনো ব্যক্তি নিখোঁজ আছে কি না তা খতিয়ে দেখছে তারা।
আরপি/এআর
আপনার মূল্যবান মতামত দিন: