রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

মোহনপুরে সিআরপি রাজশাহীর সৌজন্যে হুইল চেয়ার বিতরণ


প্রকাশিত:
২০ জুলাই ২০২০ ২৩:৪৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:১০

 

রাজশাহীর মোহনপুরে সিআরপি রাজশাহীর সৌজন্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে বেলা সাড়ে এগারোটার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের উপস্থিতিতে ধুরইল ইউনিয়নের কাশিমালা গ্রামের আলহাজ্ব আহসান হাবিবকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

জানা যায়, আলহাজ্ব আহসান হাবিব গত ৪ বছর ধরে বিছানগত হয়ে পড়ে আছেন এবং তিনি চলাফেরা করতে পারেন না। তার স্বাভাবিক জীবনে চলাফরা করার জন্য তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামকে অনুরোধ জানান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সিআরপি রাজশাহী অফিসকে বিষয়টি জানালে তারা হুইল চেয়াররের ব্যবস্থা করেন।

হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সিআরপি রাজশাহী প্রজেক্ট অফিসার লুবনা ইয়াসমিন, সিআরটি খন্দকার আকরামুজ্জামান, বাকশিমইল ইউপি আ"লীগ সভাপতি প্রভাষক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন ।

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top