পদ্মায় অজ্ঞাত নারির গলিত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৮জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় খায়েরহাট এলাকার পদ্মা নদীর ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, লাশটি প্রায় গলিত। শরীরের অনেক অংশ পচে যাওয়ায় লাশটি বিকৃত হয়ে গেছে।
পুলিশের ধারণা, ওই নারির বয়স ২০ বছর মতো হবে। পরনে সালোয়ার কামিজ ছিল। পদ্মার স্রোতে ভেসে এসে ওই এলাকায় বেধে ছিল। তবে নদীতে ডুবে যাওয়া কিংবা হত্যার পরে লাশটি গুম করতে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কি-না,সে বিষয়ে কিছুই অনুমান করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধার আগে পদ্মার খায়েরহাট এলাকার পাড়ে আটকে পড়া,একটি মরদেহ ভাসতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুর ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরপি/আআ-০১
বিষয়: পদ্মা নদী অজ্ঞাত নারি মরদেহ উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: