তানোরে মাদকদ্রব্যসহ ছাত্রদল সভাপতি আটক

রাজশাহীর তানোরে চোলাইমদ ও গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন, তানোর পৌর ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান (২৮) ও বাবু হোসেন (৪০)।
এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ এবং পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুপুরে গ্রেফতারকৃত ২জন তানোর পৌর এলাকার তানোর-তালন্দ সড়কের বেলপুকুরিয়া মোড়ের কাছে মটরসাইকেল যোগে ৫লিটার চোলাইমদ ও গাঁজা নিয়ে তালন্দ’র দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এএসআই সোহেল সঙ্গীয় ফোর্সনিয়ে তাদের ২ জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হয়েছে।
আটককৃতদের (আজ) আগামীকাল শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হবে।
আরপি/ এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: