রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ঘুড়ি উড়াতে গিয়ে যুবকের মৃত্যু


প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ০২:০৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৯

ফাইল ছবি

রাজশাহীতে ঘুড়ি ওড়াতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহী নগরীর ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শ্রী পলক (২২)। তার বাবার নাম শ্রী টুটুল। ষষ্ঠীতলা এলাকায় তার বাড়ি।

জানা গেছে, শ্রী পলক চারতলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ে যাওয়ার পর দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ঘটনাটি শুনলাম। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

 

আরপি/আআ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top