রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২

বাঘায় ব্যাংক অফিসারসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ২২:৫১

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৫:৪৪

প্রতীকি ছবি

রাজশাহীর বাঘায় ব্যাংক অফিসারসহ ২৪ ঘন্টায় আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনায় আক্রান্তরা হলেন-ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার আবু রায়হান ও ক্যাশিয়ার জহুরা খাতুন তারা দুইজনই বাঘা সদরের বাসিন্দা। এছাড়া বানিয়াাপাডা গ্রামের আবদুর রশিদের ছেলে রবিন খান।

২৮ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরীক্ষা শেষে ৩ জনের করোনায় আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আখতারুজ্জামান বলেন, উপজেলায় ৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত ৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজাসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ হয়েছেন ১৬ জন, চিকিৎসাধীন রয়েছে ২১ জন। 

আরপি/ এএন-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top