রাজশাহীতে খুন
নগরীর হেতেমখাঁ এলাকায় রহস্যজনকভাবে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে এক কলেজছাত্রকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ ভোরে নগরীর হেতেমখাঁ ছোট মসজিদ সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম রাব্বি (২০), রাজশাহী সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাসা দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে। দেশের বাড়ি যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য রওনা দেওয়ার পথে এ ঘটনা ঘটে। এপর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, 'হত্যার কারণ এখনো উদঘাটন করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। মাথায় একটি আঘাত ও শরীরের বেশ কিছু আঘাতের চিহৃ রয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।'
আরপি/ এনএসআর
আপনার মূল্যবান মতামত দিন: