রাজশাহীতে বাসচাপায় নারীর মৃত্যু

রাজশাহী মহানগরীতে বেপরোয়া বাসের চাপায় সুভেচ্ছা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা তার স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
নিহত সুভেচ্ছা স্বপরিবারে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতেন।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ `রাজশাহী পোস্ট'কে জানান, বিকেলে ৫টার দিকে এমটি মোটরসাইকেল যোগে ভদ্রা হয়ে স্বপরিবারে যাচ্ছিলেন সুভেচ্ছার পরিবার। এসময় বিআরটিএ এর একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সুভেচ্ছা মারা যায়। আর আহত অবস্থায় উদ্ধার করে শিশু কন্যা ও স্বামীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। মামলা প্রক্রিয়াধীন আছে।
আরপি/আআ-১৯
আপনার মূল্যবান মতামত দিন: