রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহীতে একদিনে আরো ১১০ জন শনাক্ত,আক্রান্ত বেড়ে ১৭৯২


প্রকাশিত:
১৪ জুলাই ২০২০ ১৭:১৯

আপডেট:
১৭ মে ২০২৪ ১১:২৯

ছবি: প্রতীকী

রাজশাহীর দুইটি ল্যাবে একদিনে আরো নতুন করে ১৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১১০ জন। যার মধ্যে ৯৭ জনই রাজশাহী নগরীর। সোমবার (১৩ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

এ নিয়ে রাজশাহীতে নতুন ১১০ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৯২ জনে দাঁড়াল। এর মধ্যে রামেক হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে ৫৯ জন এবং মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে করোনা শনাক্ত হয় ৭৭ জনের।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১৮৪ নমুনার। যার মধ্যে ৫৯ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৬ জন রাজশাহী নগরীর। বাকি ১৩ জনের মধ্যে বাগমারার ৭ জন, বাঘার ২ জন, দুর্গাপুরের ২ জন ও চারঘাটের ২ জন।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে একদিনেই ৭৭ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫১ জনই রাজশাহী মহানগরীর বাসিন্দা। বাকি ২৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান।

তিনি জানান, সোমবার তাদের ল্যাবে ১৮৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে ৭৭ নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীর ৫১ জন। তারা সবাই নগরীতে বসবাস করে। এর মধ্যে রামেকের দুইজন এবং র‌্যাব-৫ সদস্য তিনজন। আর চাঁপাইনবাবগঞ্জের ২৬ জনের মধ্যে ১৪ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া এ জেলার নাচোল উপজেলার ৬ জন, ভোলাহাটের ৪ জন এবং গোমস্তাপুর উপজেলার ২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহীতে নতুন ১১০ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৯২ জনে দাঁড়াল। এর মধ্যে ১ হাজার ৪০৩ জনই নগরীর বাসিন্দা। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৩৫, চারঘাটে ৩৫, পুঠিয়ায় ২১, দুর্গাপুরে ২৪, বাগমারায় ৪৬, মোহনপুরে ৫৮, তানোরে ৫৩, পবায় ৯৭ এবং গোদাগাড়ীতে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়।

রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৮ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে নগরীতে ১৯৯ জন।

 

 

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top