মেয়র লিটনের সাথে টিটিসি‘র নতুন অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজশাহীর অধ্যক্ষ প্রকৌশলী এস.এম ইমদাদুল হক।
সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান প্রকৌশলী এস.এম ইমদাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন টিটিসি রাজশাহীর প্রশিক্ষক আইয়ুব উল আজাদ, প্রশিক্ষক আকতারুজ্জামান, প্রশিক্ষক বাদশা আলম, ফার্মাসিস্ট একেএম লুতফুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জুলাই রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রকৌশলী এস.এম ইমদাদুল হক।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: