রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২

বাঘায় ধর্ষণের চেষ্টায় যুবক আটক


প্রকাশিত:
১৪ জুলাই ২০২০ ০৫:২১

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২২:১২

ছবি: প্রতীকী

রাজশাহীর বাঘায় ধর্ষণের চেষ্টায় জালাল উদ্দিন (৪০) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। জালাল উদ্দিন উপজেলার চকবাউসা গ্রামের আলেম উদ্দিন ফকিরের ছেলে।

জানা যায়, ১০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬ বছরের এক শিশুকে কৌশলে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে অভিযুক্ত জালাল উদ্দিন ধর্ষণের চেষ্টা করে। 

এসময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তারপর থেকে শিশুর পরিবার স্থানীয়দের কাছে ন্যায় বিচার দাবি করেন। কিন্তু তিনি ন্যায় বিচার না পেয়ে ঘটনার দুই দিন পর ১২ জুলাই ওই শিশুর মা বাঘা থানায় একটি ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top