রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

এবার রাজশাহীতে বসবে ২৫ কোরবানির হাট, স্বাস্থ্যবিধিতে বাড়তি সতর্কতা


প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ১৭:০১

আপডেট:
১৩ জুলাই ২০২০ ১৯:১৫

ফাইল ছবি

রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট বসানোর অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। এবারে জেলায় মোট কোরবানি হাট বসবে ২৫টি। ১৯টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী। তবে এবার বয়স্ক, শিশু, মেয়ে মানুষ ও অসুস্থ ব্যক্তিদের হাটে না আসার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

এছাড়াও স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাড়তি নজরদারি থাকবে হাটগুলোর উপর।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবারের পশুর হাটে ভিন্নতা আনা হবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালিত হবে।

এবছর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্মিত একটি এ্যপস্ এর মাধ্যমে রাজশাহী বিভাগের ৮ জেলাতেই মডেল হিসেবে ব্যবহৃত হবে এ্যপসটি। সেই লক্ষে রোববার আমাদের বিভাগীয় কমিশনারে সাথে একটি মিটিং হয়েছে। সেখানে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। সেভাবেই আমাদের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, জনসমাগম ও সংস্পর্শতা রোধে প্রতিটি হাটের প্রবেশ পথ ও বের হওয়ার পথ আলাদা হবে। হাটে প্রবেশের সময় মাপা হবে শরীরের তাপমাত্রা। এছাড়াও তবে এবার বয়স্ক, শিশু, মেয়ে মানুষ ও অসুস্থ্যদের হাটে না যাবার পরামর্শ দেয়া হয়েছে। হাটের ভিতরে গরু ছাগল কমপক্ষে ৬ ফুট দূরে রাখতে হবে। হাটে কমপক্ষে ১০টি খাজনা উত্তলনবুথ রাখা হবে যাতে সামাজিক দূরত্ব ঠিক থাকে ও চাপ কম হয়। 

রাজশাহী জেলা প্রশাসক বলেন, প্রতিটি হাটে মনিটরিং থাকবে। হাটগুলো যাতে প্রধান সড়ক পর্যন্ত না উঠে আসতে পারে সেজন্য প্রতিটি উপজেলা প্রশাসনকে আবহিত করা হয়েছে। এছাড়াও নির্ধারিত হাটের বাহিরে কোন অস্থায়ী হাট বসতে দেওয়া হবে না ।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top