রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

চারঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ০৪:১৩

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১১:০৭

ভ্রাম্যমান আদালত পরিচালনা

রাজশাহীর চারঘাটের মোক্তারপুর এলাকায় পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে চারঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান, চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর মনিরুল ইসলাম ও মডেল থানা পুলিশ অভিযান চালায়।

এসময় মুক্তারপুর এলাকায় পদ্মা নদীতে এক মোজা থেকে অন্য মোজায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিনসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম কলোম আলী (৩৫)। তিনি মোক্তারপুর গ্রামের ননীর ঢালান এলাকার নূর ইসলামের ছেলে।

আটককৃত ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সামিরা। 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top