থিম ওমর প্লাজায় অভিযান, তিন দোকানিকে জরিমানা
রাজশাহী নগরীর অভিজাত সুপার শপ থিম ওমর প্লাজায় অভিযান চালিয়ে তিন খাবার দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে প্রায় দু’ঘণ্টা ধরে এখানে নকল ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
থিম ওমর প্লাজায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, থিম ওমর প্লাজায় ফাস্টফুডের দোকান ‘আড্ডা’, ‘রেলিশ’ ও ‘অ্যারো স্পুন’-এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় দোকানগুলোতে ভেজাল ও নোংরা ও মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন দোকানকে ৫ হাজার টাকার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে ওমর প্লাজায় অবস্থিত অন্তত ৫০টি খাবারের দোকানে অভিযান চালানো হয়।
আরপি/ এএস
বিষয়: ওমর প্লাজা অভিযান জরিমানা
আপনার মূল্যবান মতামত দিন: