রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

মোহনপুরে জোর করে বাড়ি নির্মাণের অভিযোগ


প্রকাশিত:
১২ জুলাই ২০২০ ০০:৪৭

আপডেট:
১২ জুলাই ২০২০ ০০:৪৮

ছবি: জোর করে বাড়ি নির্মাণের চেষ্টা

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার নওগাঁ গ্রামে জোর করে অন্যের আমবাগানের জমিতে বাড়ি নির্মাণের চেষ্টা চালানো হয়েছে। এ ব্যপারে জমির মালিক থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজটি বন্ধ করে দিয়েছেন।

এলাকাবাসি ও অভিযোগ সুত্রে জানা গেছে, ১১ জুলাই শনিবার সকালে নওগাঁ গ্রামের আইয়ুব আলীর মেয়ে জামাই গোলাম মোস্তফা তার লোকজন নিয়ে শশুরের জমি বলে অন্যের জমিতে রাজমিস্ত্রি ভাড়া করে ইট বালি সিমেন্ট দিয়ে জোরপূর্বক নির্মাণ করতে শুরু করে। খবর পেয়ে জমির মালিক আলহাজ্ব আহসান হাবিব ঘটনাস্থলে গিয়ে তার আম বাগানের মো নির্মান কাজ বন্ধ করতে বললে তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে কাজ অব্যাহত রাখে গোলাম মোস্তফা ও তার দল। পরিস্থিতি বেগতিক দেখে তিনি সেখান থেকে  মোহনপুর থানায় এসে নির্মাণ কাজ বন্ধের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে মোহনপুর থানার জরুরী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজটি বন্ধ করে দেন। 

এ বিষয়ে মোহনপুর থানার কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, জোর করে অন্যের জমিতে ঘর নির্মাণের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ আইন অমান্য করে সেখানে ঘর উত্তলোনের চেষ্টা করে তাহলে আসামীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

 


আরপি/আআ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top