বাঘায় ইউএনওসহ আরো ১০ জন করোনা আক্রান্ত

রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শাহিন রেজাসহ করোনা ভাইরাসে আরো ১০ জন আক্রান্ত হয়েছে। গত সোমবার (৬জুলাই) বাঘার ইউএনও সহ ২৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।
গত শুক্রবার (১০জুলাই) ইউএনওসহ ১০ জনের রেজাল্ট পজেটিভ আসে। ইউএনও নিজ কর্মস্থলের সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আকতারুজ্জামান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত বাঘায় সর্বমোট ৩২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
১০ জুলাই নতুন ১০জনসহ মোট ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ জন, সুস্থ হয়েছে ১০ জন এবং অন্যরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
আরপি/আআ-০৫
আপনার মূল্যবান মতামত দিন: