আমিনুল ইসলামের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার (১১ জুলাই) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলাম আজ শনিবার সকাল ৯টার দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক, রাজশাহী বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরপি/ এএন-৬
বিষয়: বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন
আপনার মূল্যবান মতামত দিন: