মারা গেছেন রাবির প্রথম ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস প্রফেসর ড. এ.বি.এম হোসেন ওরফে আবুল বাশার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ২টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁর মৃত্যুতে এক বরেণ্য ইতিহাসবিদকে হারালো জাতি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন রাবি প্রশাসন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
উল্লেখ্য,তিনি ১৯৩৪ সালে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো নাম আবুল বাশার মোশারফ হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৬০ সালে যোগদান করেন তিনি।
আরপি / এমবি-৮
আপনার মূল্যবান মতামত দিন: