রামেকে করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দু’জনের মৃত্যু

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দু’জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯জুলাই) সকাল সাড়ে দশটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির সময় তোফাজ্জল হোসেন (৫৮) মৃত্যুবরণ করেন।
তিনি আগে থেকে করোনা পজেটিভ হওয়ায় বাসায় চিকিৎসাধীন ছিলেন। বাড়ি নগরীর ভুবন মোহন পার্ক এলাকায়।
অনদ্যিকে বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে করোনা ওয়ার্ডে পার নওগাঁ মধ্যপাড়ার বাসিন্দা ৬৫ বছর বয়সী চিকিৎসক শ্রী রতন কুমার দাশ মৃত্যুবরন করেন।
হাসপাতাল সুত্রে, রতন কুমার বুধবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন ও দাহ করবে কোয়ান্টাম ফাউন্ডেশন।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: