রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

করোনা আক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ডাবলু সরকার


প্রকাশিত:
৯ জুলাই ২০২০ ০৩:৫৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:৪২

প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ডাবলু সরকার

করোনায় আক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন  রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ডাবলু সরকার। 

আজ বুধবার (৮জুলাই) হেতেম খাঁ হরিজন পল্লীর ৩ টি পরিবার, রাজশাহী ৬ সাংবাদিকসহ ভেড়িপাড়া, শিরোইল কলোনী, শালবাগান, শেখপাড়া, রানীবাজার, কালোমিস্ত্রি’র মোড় এলাকায় সর্বোমোট ২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। স্বেচ্ছাসেবীর মাধ্যমে তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

জানা গেছে, এই খাদ্য সামগ্রী সরবরাহের উদ্দেশ্য হলো আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে থাকার সময় যাতে নিজ বাড়িতে অবস্থান করে মরনঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় করনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ ও পালনের মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের যে কোন প্রয়োজনে সেবা দিতে স্বেচ্ছাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ডাবলু সরকার।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় রাজশাহীতেও করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ডাবলু সরকার “মানুষ মানুষের জন্য” এই মর্মবাণীকে ধারণ করে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন তিনি তার সাধ্যমত এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে একাধিকবার নগরবাসীকে আশ্বস্ত করেছেন।

জানা যায়, খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ২টি মুরগী, ৩০টি ডিম, আটা ১ প্যাকেট, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি দুধ, ১ প্যাকেট টি-ব্যাগ, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ৩ হালি লেবু, ১টি মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ১ কেজি ডুমুর, ১টি লাউ সহ আলু, পেয়াজ, পটল, আপেল, মালটা, পেয়ারা। আক্রান্ত ব্যক্তিদের মাঝে স্বেচ্ছাকর্মীদের দিয়ে এসব পৌঁছে দিয়েছেন ডাবলু সরকার।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বদরুজ্জামান খায়ের, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মুনতাজ আহম্মেদ, ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবর রহমান, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, সাবেক ছাত্রনেতা পংকজ দে, নগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন প্রমুখ।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top