বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে
বাঘায় বৃক্ষ রোপন উদ্বোধন

রাজশাহীর বাঘায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এটির উদ্বোধন করা হয়।
এদিন বারি-৪ জাতের একটি আম গাছের চারা রোপনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ ও উপ-সহকারী কৃষি অফিসার।
পরে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরের ১০০টি গাছ লাগানো হয়।
আরপি/আআ-০৪
আপনার মূল্যবান মতামত দিন: