রাজশাহীতে একদিনে আরো ১০৩ জন করোনায় আক্রান্ত
রাজশাহীর দু’টি ল্যাবে একদিনে নতুন করে ১০৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে ৩২ জন এবং হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে ৭১ জনের নমুনায় রিপোর্ট পজিটিভ আসে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার হাসপাতালের ল্যাবে ১৮৫ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭১ জনের পজিটিভ রিপোর্ট আসে।
আক্রান্তদের মধ্যে ৫১ জন রামেক হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগী, চারজন পুলিশ হাসপাতালে ভর্তি, আইডি হাসপাতালের একজন, মহানগরীর বাসিন্দা ১৩ জন এবং বাগমারার দুইজন রয়েছেন।
রামেক হাসপাতালের আক্রান্তরা হলেন- ৩১ নং ওয়ার্ডে ভর্তি মোসা. লাবনী খাতুন (২৯), মোসা. শাহনাজ খাতুন (৩১), জোবায়ারা ইসলাম (২১), মনোয়ারা বেগম (৫৫), র্যাব-৫ সদস্য মো. আমির হামজা (৩২), রাজারহাতা এলাকার খালেকুর রহমান (৭২), লায়লা আনজুমা (৬০)।
গোলাম রাসেল (৩৫), শেখপাড়ার শাহাদত (৩০), ২০ নং ওয়ার্ডের আশরাফুল (৫৫), ফরিদ উদ্দীন (৫৫), নতুন আইসিউ এর ৫ নং বেডে থাকা কাশেম (৫০), ২৯ নং করোনা ওয়ার্ডের মাঈনুল ইসলাম (৬৫), তেরোখাদিয়ার হোসাইন (৪৬)।
হাসপাতালের এমটি ল্যাবের নাজমা হাশর, রমেশা (৬০), শাহ মাহমুদ হাসান চৌধুরী (৩২), রেজিয়া খাতুন (৪৫), ইসমাঈল হোসেন (৫০), হেলাল উদ্দিন (৪৮), ডা. আকিব হোসেন (২৪), সুমাইয়া আক্তার (২৪), ডা. নাজমুল সালেহ রাব্বী (২৮), ডা. সামিউল আলম (২৮), ডা. মুশফিকুর রহমান (২৫)।
মোসা. হোসনে আরা খাতুন (৫২), মিস. পারুল খাতুন (৪৫), ববি সিলভিয়া (৪৫), শরিফা (৩৬), খায়রুন্নেসা (২৫), জান্নাতুল ফেরদৌস (৩২), শাপলা খাতুন (২৯), দিলারা খাতুন (৪৬), সখী বেগম (৪০), ছবি রাণী (৪০), শিউলি খাতুন (২৮)। জুবাইর ইবনে ফাহিম (১৮), নাবিলা আক্তার নদী (২২), হাকিম (৬৫),
আব্দুল হামিদ (৩৪), তাপসী (৪০), শ্রাবণী সরকার (৩২), আইরিন সুলতানা (৩১), সুরাইয়া জাহান (৩১), রঞ্জিান খাতুন (২৬), শাহনাজ খানম (২৬), রেজিয়া (৫২), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরিফুল (৩৯), ছোটবনগ্রাম এলাকার অনন্যা (৫), মো. আসাদুজ্জামান (৩৪), মামুনুল হক (২৭), পারুল বেগম (৪০)।
রাসিকের শনাক্তরা হলেন- ২৪ নং ওয়ার্ডের শফিকুল (৪৫), ৩০ নং ওয়ার্ডের একরামুল হক (৩৬), জেসমিন আক্তার (৩৬), ২৫ নং ওয়ার্ডের ভিকু (৪০), মহিউদ্দীন (৩৫), ৬নং ওয়ার্ডের আমিনুল (৩৮), ফাইদুল (৪১), ৭নং ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিক (৪০), ৮ নং ওয়ার্ডের মতিউর (৫৫), ১৪ নং ওয়ার্ডের ইমরাত জামান (২০), ৫ নং ওয়ার্ডের শান্ত (৫৫), ৮ নং ওয়ার্ডের মনিরুজ্জামান (২৬), মনিরা (৪৪)।
পুলিশে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে শনাক্তরা হলেন- মো. আব্দুল গফুর (২৭), মো. নজরুল ইসলাম (৪৫), নাজমুল হক (২৪), মো. তারিকুল ইসলাম (২০)। বাগমারার আক্রান্ত দুইজন হলেন- আশরাফুল (২৭), সিরাজুল ()। এছাড়া আইডি হাসপাতালের মিরসাদ (৫৮)
এর আগে সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে রাজশাহীর ৩২ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ২৩ জন আছেন মহানগরীতে। আর পবা উপজেলায় শনাক্ত হয়েছেন ৮ জন। অপরজন জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।
এদিকে, একদিনে নতুন করে ১০৩ জন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭৭ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। আর সুস্থ হয়েছেন ১৬৫ জন।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: