রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

এন্ড্রু কিশোরের মৃত্যুতে রাসিক মেয়রের শোক


প্রকাশিত:
৭ জুলাই ২০২০ ০৩:০০

আপডেট:
৭ জুলাই ২০২০ ০৩:০৭

ছবি: রাসিক মেয়রের শোক

বাংলাদেশের কিংবদন্তি ও বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার এক শোক বার্তায় এই শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেয়র।

শোক বার্তায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উজ্জ্বল নক্ষত্র ও গর্ব প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তাঁর মৃত্যুতে দেশের মানুষ একজন কিংবদন্তি, বরেণ্য ও জনপ্রিয় সংগীতশিল্পীকে হারাল। তাঁর মৃত্যুতে দেশের সংগীত জগতের যে ক্ষতি হলো, তা অপূরণীয়। ‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত শিল্পী এন্ড্রু কিশোর তাঁর গানের মাধ্যমে মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 

আরপি/আআ-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top