বাঘায় আমের ঝুড়িতে ফেন্সিডিল বহন, গ্রেফতার ৪
 
                                রাজশাহীর বাঘায় আমের ঝুড়িতে ফেন্সিডিল বহনকালে ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আম ভর্তি সাতটি ঝুড়ি থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সোমবার (৬ জুলাই) ইঞ্জিন চালিত ভটভডিতে আমের ঝুরির মধ্যে ফেন্সিডিল বহনকালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর বাঘা উপজেলার সাবজোন এলাকার দেবত্তর বিনোদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পাবনার আটঘরি উপজেলার ভরতপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে রতন (২০), সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার ইসলামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে শামিউল(৩০) একই উপজেলার শক্তিপুর গ্রামের সামাদের ছেলে মাসুদ রানা(২৫), ও ভটভডি চালক ছাকের আলীর জাইদুল ইসলাম (৩২) ।
পুলিশ জানায়, গোপন সংবাদ সূত্রে সোমবার বিকেল সাড়ে ৪ টার বাঘা থানার এস আই আমিনুল ইসলাম, নাজমুল হক, এ এস আই মাসুদ ইকবাল, জয়নাল আবেদিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
আরপি/আআ-১৩

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: