রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

বাঘায় কাপড়ের ফেরিওয়ালার মৃত্যু


প্রকাশিত:
৭ জুলাই ২০২০ ০২:৪৭

আপডেট:
৭ জুলাই ২০২০ ০২:৪৯

ছবি: কাপড়ের ফেরিওয়ালা ওয়াসিম হোসেন

রাজশাহীর বাঘায় গ্রামে গ্রামে কাপড়ের ফেরিওয়ালা ওয়াসিম হোসেন নামের এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা মোড়ে তার মৃত্যু হয়।

জানা যায়, কুষ্টিয়া সদরের হরিপুর মহল্লার আবদুস সামাদের ছেলেওয়াসিম হোসেন (৪৫) দীঘদিন থেকে বাউসাএলাকায় ভ্রাম্যমান কাপড়ের ফেরিওয়ালা হিসেবে ছিট কাপড়ের ব্যবসা করে আসছিলেন। সোমবার গ্রামে গ্রামে ঘুরে ক্লান্ত হয়ে সকাল ১১টার দিকে পীরগাছা মোড়ের এক বাঁশের মাচার উপর বসে নিজেকে ঝিমিয়ে নিচ্ছিলেন। এ সময় সে হটাৎ অসুস্থ হয়ে ওই বাঁশের মাচার উপরই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মৃতওয়াসিম হোসেনের ভাই জসিম উদ্দিন বলেন, আমার ভাই বাঘা এলাকায় ভ্র্যাম্যমান ছিট কাপড়ের ব্যবসা করে। কয়েকদিন আগে বাড়ি থেকে এই এলাকায় এসেছে। সে কোন কোন সময়ে বিভিন প্রতিষ্টানের বারান্দায় আবার কোন সময়ে সুহৃয় ব্যক্তির বাড়ি থাকে। সকাল হলেই কাপড়ের গিট নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ব্যবসা করেন।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তার আত্নীয়দের খবর দেয়া হয়েছে।তারা এসে লাশ নিয়ে গেছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা গেছে,তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে।

 

আরপি/আআ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top