পপুলার কোচিংয়ের নির্বাহী পরিচালক করোনামুক্ত

রাজশাহীর পপুলার শিক্ষা পরিবার (নার্সিং,আই.এইচ.টি ও ম্যাটস্ ভর্তি কোচিং) এর নির্বাহী পরিচালক আবু সুফিয়ান পরিবারসহ করোনামুক্ত হয়েছেন। করোনা পজিটিভ আসার পর ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে শনিবার (৪ জুলাই) দ্বিতীয়বার পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে। তার পুরো পরিবার এখন সুস্থ।
এর আগে গত ১৬ জুন করোনা উপসর্গ থাকায় নমুনা দেন আবু সুফিয়ান, তার সহধর্মিণী ও শিশু কন্যা মরিয়ম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই চিকিৎসা নেন তারা।
তারা করোনামুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পপুলার শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মো: সেন্টু রহমান, সহকারী পরিচালক আব্দুল আওয়াল, মো. সাব্বির রহমানসহ সকল সদস্যবৃন্দ।
রবিবার এক শুভেচ্ছা বার্তায় তারা অভিবাদন জানান। আবু সুফিয়ান আবারও কর্মস্থলে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তার সহকর্মীরা।
আরপি/আআ-১৩
আপনার মূল্যবান মতামত দিন: