রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

মোহনপুরে দুই মাদকসেবীর ছুরিকাঘাতে সিএনজি চালক মেডিকেলে


প্রকাশিত:
৪ জুলাই ২০২০ ১০:২৪

আপডেট:
৭ মে ২০২৪ ০৩:১১

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীর মোহনপুরে দুই মাদকসেবীর ছুরিকাঘাতে আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন এক সিএনজি চালক। এ ব্যাপারে ঐ সিএনজি চালকের চাচা শাহিনুর আক্তার মিন্টু বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসীসুত্রে জানা গেছে, গত ১ লা জুলাই বুধবার সন্ধ্যার পরে বসন্তকেদার গ্রামের হানিফ চৌধুরীর ছেলে মিলন চৌধুরী (২৮) তার ব্যবহৃত এইচ এস মোটর সাইকেল নিয়ে বিদিরপুর বাজারে আসে। এসময় তার বন্ধু আতাহার ও নয়ন মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে যেতে চাইলে তাদেরকে মোটর সাইকেলটি দিয়ে সে তার মায়ের মেডিকেল পরীক্ষার রিপোর্ট আনতে রাজশাহীতে চলে যায়।

রাত অনুমান ১০ টার দিকে মিলন চৌধুরী রিপোর্ট নিয়ে বিদিরপুর বাজারে ফিরে এসে মোটরসাইকেলটি ফেরত চাইলে তারা মোটর সাইকেলটি ফেরত না দিয়ে তাকে অন্যায় অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। এ সময় তারা দুজনে মাদক সেবন অবস্থায় ছিল। মিলন তাদেরকে গালিগালাজ করিতে বাধা নিষেধ করলে বসন্তকেদার হাটপাড়া গ্রামের মৃত জেসু মন্ডলেরর ছেলে আতাহার (৩২) তার কাছে থাকা লোহার চাকু দিয়ে মিলনের বাম হাতের কুনুইয়ের উপরে বাহুর নিচে চাকু দিয়ে আঘাত করলে সে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এ সময় বিদিরপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে খন্দকার নয়ন (৩৮) কাঠের চলা দিয়ে মিলনকে বেদম পেটাতে থাকে।

মিলনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা মিলনকে মেরে ফেলব বলে চলে যায়। মিলনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাটা জায়গায় ১০ টি সেলাই দিয়েছে কর্তব্যরত ডাক্তার। সে এখন রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এসআই আবু তাহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 আরপি/ এআর-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top