র্যাবের অভিযানে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

১৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গতকাল মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত অপারেশনে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর চারঘাট থানার মুংলি এলাকার মৃত রফিকুল ইসলাম ফেলুর ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও মৃত মোকছেদ আলীর ছেলে নওশেদ আলী (৪৮)।
জানা গেছে, র্যাব-৫ (রাজশাহী) এর নাটোর সিপিসি’র একটি অপারেশন দল চারঘাট থানাধীন খোর্দ্দা গোবিন্দপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এসময় তাদের নিকট থেকে ১৪৫ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ফোন, ১টি সিম কার্ড ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: