র্যাবের অভিযানে ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

৮১.৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি’র মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। গতকাল মঙ্গলবার ( ৩০ জুন) পরিচালিত অপারেশনে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুরের আনোয়ার হোসেনের ছেলে সাহেল রানা (৩৭), বিপাড়া থানাধীন নারায়নপুরের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. মিজান (৩০)।
রাজশাহী র্যাবের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফেরিঘাট চারমাথার মোড়ে অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচটার দিকে প্রাইভেট কার তল্লাশি করে ৮১.৪ কেজি গাঁজা উদ্ধার করেন।
এসময় তাদের নিকট থেকে ১টি প্রাইভেট, ৩টি মোবাইল সেট, ৬ টি সীমকাড, ১টি মেমোরী কাড এবং নগদ-১,৪০০ টাকা সহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: