সাবেক কমিশনার বাবলুর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর নিবাসী সাবেক কমিশনার আকতারুজ্জামান বাবলুর মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন মেয়র।
উল্লেখ, আকতারুজ্জামান বাবলু ১৯৯৪-২০০২ সাল পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কমিশনারের দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর বখতিয়ারাবাদ ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়।
আরপি/আআ-০৭
আপনার মূল্যবান মতামত দিন: