৭ চিকিৎসকসহ রাজশাহীতে এক দিনে সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত

সাতজন চিকিৎসকসহ রাজশাহীতে এক দিনে সর্বাধিক ৬৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৯।
এর মধ্যে শুধু রাজশাহী সিটি করপোরেশনেই রয়েছেন ৪৫৫ জন রোগী। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী সিভিল সার্জন মোহা. এনামুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৫৯ জন রয়েছেন। আর জেলায় রয়েছেন ১০ জন। এর মধ্যে তানোর উপজেলায় ৮ জন ও চারঘাট উপজেলার দুজন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্স, হাসপাতালের ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশের একটি থানার ওসি রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও একজন কোভিডে আক্রান্ত ব্যক্তি। এ নিয়ে এ জেলায় মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯।
এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের রয়েছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক সুস্থ হয়েছেন ৪৬ জন। মোট সুস্থ হয়েছেন ১১৪ জন। সূত্র: প্রথম আলো
আপনার মূল্যবান মতামত দিন: