মোহনপুর উপজেলা বিএনপি
৩৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির মোহনপুর উপজেলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৩৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন মাহবুবর আর রশিদ মাহাবুব। যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকিরুল ইসলাম বকুল এবং সদস্য সচিব হয়েছেন বাচ্চু রহমান।
জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, সাধারণ সভা করে প্রস্তাবের মাধ্যমে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের নাম নেয়া হয়। পরে আলোচনা করে তাদের মধ্য থেকে আহ্বায়ক, আহ্বায়ক ও সদস্য সচিব নির্ধারণ করা হয়। তাদের সঙ্গে আলোচনা করে বাকি ৩৪ জন সদস্য নির্ধারণ করা হয়েছে।
এরপর জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষর করে কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।
আরপি/এসআর
বিষয়: মোহনপুর বিএনপি আহ্বায়ক কমিটি রাজশাহী
আপনার মূল্যবান মতামত দিন: