রাজশাহীতে নিয়মিত আদালত চালুর দাবি

রাজশাহীতে নিয়মিত আদালত চালুর দাবি জানিয়েছেন আইনজীবীরা। এমন দাবিতে মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টার সময় অ্যাডভোকেট বার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রইসুল ইসলাম, আবদুল ওয়াহাব জেমস।
এসময় আইনজীবীরা বলেন, ভার্চুয়াল আদালত একটা সময়ের জন্য প্রয়োজন ছিল। এ মুহূর্তে সেটির প্রয়োজন নেই। ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচারপ্রার্থী ও আইনজীবীদের সমস্যা হচ্ছে। সীমিত আকারে হলেও নিয়মিত আদালত খুলে দিতে হবে। সেজন্য স্বাস্থবিধি মেনে শীঘ্রই নিয়মিত আদালত চালু করার দাবি জানিয়েছেন তারা।
এদিন মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুস সাত্তার, সেকেন্দার আলী, হিমেল হোসনাইন, নাসির উদ্দিন, শামসুল হকসহ অন্যান্য আইনজীবীরা অংশ নেন।
আরপি/আআ-০২
আপনার মূল্যবান মতামত দিন: