রাজশাহী বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

পুঠিয়া থানার ওসিকে প্রত্যাহার


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪১

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ০৫:০৬

সাকিল উদ্দিন আহম্মেদ

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে। ওসি সাকিলকে পুঠিয়া থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম ইনচার্য হিসাবে দ্বায়িত্ব পালন করবেন।

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওসি সাকিল উদ্দিন আহম্মেদ।

তিনি জানান, আজ শনিবার জনস্বার্থে পুঠিয়া থানা থেকে তাকে বদলী করে রাজশাহীর পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিকেলে পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার কথা ছিল তার।

তবে তার বদলে থানায় কোন নতুন ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে কি না সে বিষয়টি নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top