আরএমপি’র অভিযানে আটক ৬, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে মোট ৬ জনকে আটক করা হয়েছে। রোববার (২৮ জুন) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ সোমবার (২৯) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরএপি’র মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
বিভিন্ন সময় পরিচালিত অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। এদের মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
আরপি/এমএএইচ-০৯
বিষয়: আরএমপি আটক ৬ মাদকদ্রব্য উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: