রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

বাঘায় ৫ দিনেও খোঁজ মেলেনি মানষিক ভারসাম্যহীন নাসিরের


প্রকাশিত:
২৯ জুন ২০২০ ০২:০০

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

ছবি: নিখোঁজ নাসির উদ্দিন

রাজশাহীর বাঘায় ৫ দিন থেকে নিখোঁজ মানষিক ভারসাম্যহীন নাসির উদ্দিন (৫২) নামের এক বৃদ্ধ। সে উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামের মৃত ঘেতু প্রমানিকের ছেলে।

মঙ্গললবার (২৩ জুন) বিকেলে সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়। তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান করতে পারেনি পরিবার। অবশেষে শনিবার (২৭ জুন) বাঘা থানায় একটি সাধারন ডায়েরী করেন তার স্ত্রী মিতা বেগম।

তার গায়ে সাদা শার্ট, পরনে চেক সাদা লুঙ্গি, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। মাথায় পাঁকা চুল ও মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে।

নাসির উদ্দিনের স্ত্রী মিতা বেগম বলেন, আমার স্বামী পরিবারের অসচ্ছলতার কারনে প্রায় ১৫ বছর আগে বিষ পান করে। তারপর থেকে মানষিক ভারসাম্যহীণ হয়ে পড়ে। তারপরে তাকে বিভিন্নস্থানে চিকিৎসা করিয়ে ভাল হয়নি। তবে চলার পথে সে আবল-তাবল কথা বলে।

তার সন্ধান পেলে ০১৭২০-৮৮৭২৮৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ভাতিজা তহিদুল।

বাঘা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডাইরী করা হয়েছে। তার সন্ধানের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে।

 

আরপি/আআ-০৮

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top