মোহনপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

রাজশাহীর মোহনপুরে রোববার সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়। এ বছরে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘তামাক কোম্পানির কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও’। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস সানজিদা রহমান রিক্তা, মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, কৃষি অফিসার কৃষিবিদ রহিমা খাতুন, ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, প্রভাষক কাজিম উদ্দিন, খলিলুর রহমান, এমাজ খান প্রামানিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ অকাল পঙ্গুত্বের শিকার হয়। পৃথিবীতে প্রতিবছর তামাকের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যায়।
এরমধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে প্রায় ৯ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ, জনস্বাস্থ্য এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন দুইই ভয়াবহ ও প্রাণঘাতী নেশা।
তামাক সেবনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, ক্রণিক লাং ডিজিজসহ বিভিন্ন মারাত্মক অসংক্রামক রোগ দেখা দেয়। যার পরিনাম মৃত্যু। এ কারনে মাদক বিষয়ে নিজ নিজ পরিবারের অভিভাবকদের সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এ ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের সাথে অবস্থিত দোকানপাটে তামাক জাতীয় দ্রব্য যেন কেউ বিক্রয় করতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।
এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তৌহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা,মোহনপুর ফায়ার সার্ভিস ইনচার্জ রজব আলী শেখ, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহীন সাগরসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে এবার কোন শোভাযাত্রার আয়োজন করা হয়নি।
আরপি/আআ-০৪
আপনার মূল্যবান মতামত দিন: